Artist: 
Search: 
Reddit

Aurthohin - দূর থেকে(Dur Theke) lyrics

রাতটা আজ অন্যরকম নীরবতার গান
আকাশটা ঘন কালো জোছনার অভিমান
একটি ছেলে বসে আছে জোছনার অপেক্ষায়
মেঘের মাঝ থেকে উকী দেয় চাঁদ ছেলেটার দূক্ষ ভোলায়
কোনও এক ছোট শহরে অনেক দূরে
ভাবছে একী কথা একটি মেয়ে একাকী বসে
মনে পড়ে তার পুরোনো কথা ভালোবাসার
জোছনটা না দেখলে যে তার ঘুম আসে না

ভাবছে সে তুমি কী এখন
দেখছো এ জোছনা তাদের মতোই
ভাবছে সে তুমি কী এখন
ভাবছো আমার কথা আগের মতোই

রাতটা আজ অন্যরকম এলোমেলো
অশ্রু জলে ভেঝা ঝাপসা চোখে চাঁদের আলো
বুকের মাঝে তাদের রয়ে যাওয়া চাপা দূক্ষ
সৃতির পাতাটায় চোখ বোলায় তারা কিজে কষ্ট

কোনও এক জোছনাতেই ছিল তাদের ভালোবাসা
সেদিন ওদের আত্মা ছিল অন্যরকম অনেক আশা
কেনযে সব কিছু ভেঙে গেল অন্যভাবে
গাইত জোছনাতে সৃতিচারন অশ্রুজলে

ভাবছে সে তুমি কী এখন
দেখছো এ জোছনা তাদের মতোই
ভাবছে সে তুমি কী এখন
ভাবছো আমার কথা আগের মতোই

রাতটা আজ অন্যরকম