Artist: 
Search: 
Reddit

অর্থহীন (Aurthohin) - সময় lyrics

কতোটা সময় বয়ে যায়
নদীর শ্রোতেরী ধারায়
হৃদয়ে শুধু ভেঙে ভাষায়
কতোটা সময় বয়ে যায়
নদীর শ্রোতেরী ধারায়
হৃদয়ে শুধু ভেঙে ভাষায়

তবুও দেখ আশায় আছে
হৃদয়টা গড়বো ভেবে
সোনালী রোদে রাঙ্গাব তোমায়
তবুও দেখ আশায় আছে
হৃদয়টা গড়বো ভেবে
সোনালী রোদে রাঙ্গাব তোমায়

হৃদয়ের অগোচরে সরে গেছে সে বহুদূরে
চেনা মুখগুলো অচেনা এবার
হৃদয়ের অগোচরে সরে গেছে সে বহুদূরে
চেনা মুখগুলো অচেনা এবার

তবুও দেখ আশায় আছে
হৃদয়টা গড়বো ভেবে
সোনালী রোদে রাঙ্গাব তোমায়

যতবার দেখি তোমায়
মনে হয় তুমি আছ আমার
তবু কেন দূরে যাবার ভয়
যতবার দেখি তোমায়
মনে হয় তুমি আছ আমার
তবু কেন দূরে যাবার ভয়

তবুও দেখ আশায় আছে
হৃদয়টা গড়বো ভেবে
সোনালী রোদে রাঙ্গাব তোমায়
তবুও দেখ আশায় আছে
হৃদয়টা গড়বো ভেবে
সোনালী রোদে রাঙ্গাব তোমায়

কতোটা সময় বয়ে যায়
নদীর শ্রোতেরী ধারায়
হৃদয়ে শুধু ভেঙে ভাষায়
কতোটা সময় বয়ে যায়
নদীর শ্রোতেরী ধারায়
হৃদয়ে শুধু ভেঙে ভাষায়