Artist: 
Search: 
Reddit

অর্থহীন (Aurthohin) - আত্মহনন lyrics

মাঝ রাত নিস্তব্ধ জেগে থাকি আমি
অজানা এক অস্থিরতায়
দেয়ালের মাকড়সাটা শুধু চেয়ে থাকে
দেখে আমার চোখ ভরা হতাশা

অন্য এক জগত্‍ ডাকে আমায়
যেথায় আছে কী আমি জানি না
ঘাড়ের পাশে কে যেন এসে দাড়ায়
মনে হয় নিষসাসের শব্দ পাই

দরজার বাইরে আজ ঘন আঁধার
শুনি শুধু অট্ট্রহাসি অমবস্যার
মস্তিষ্কের কোষগুলো হয়ে যায় অবশ
চোখের সামনে দেখি আজ আমার কবর

ক্রোধ আমার হাতের আঙুলে ঘৃণা আমার নখে
মনের এক অস্থিরতা খাচ্ছে কুরে কুরে
উরবো আমি আকাশটাতে আজ অন্যভাবে
সবার মুখে হাসবো আমি অন্ধকারে বসে

পৃথিবী আজ তোমার কাছে যে অন্যরকম
মনের মাঝে একটি সত্য আত্মহনন
পৃথিবী আজ তোমার কাছে যে অন্যরকম
মনের মাঝে একটি সত্য আত্মহনন

চাইনা আমি ভালোবাসা
চাইনা সাগরের বিশালতা
থাকবনা এই নষ্ট সমাজে
যাচ্ছি চলে তাই বহুদূরে

আত্মহনন আত্মহনন